রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। সভায় আরো উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার বার্তা সম্পাদক আজিজুর রহমান শিশির, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্স, লগড়্যা পাঁচ ফোড়ং অনুষ্ঠানের কথাবন্ধু ও সাংবাদিক মাহবুবুল আলম সহ কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর অনুষ্ঠানমালা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, স্মরণীকার জন্য লেখা আহ্বানসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও কর্মী ও স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।

Scroll to Top