শুক্রবার:: ১১.০৭.২০১৭
রেডিও মহানন্দার কর্মীদের অনুষ্ঠান তৈরীতে দক্ষতা উন্নয়নে ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার ১ম দিন শেষ হয়েছে। আজ জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মনবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, জার্মান রেডিও ডয়চেভেলে একাডেমির প্রশিক্ষক আন্দ্রিয়াস লানজে, প্রজেক্ট এ্যাসিসটেন্ট মেহরাজ হোসেন সরকার, স্থানীয় প্রশিক্ষক মইনুল ইসলাম খান, রেডিও মহানন্দার সহকারী ষ্টেশন ম্যানেজার মুহাম্মদ আব্দুল বারী, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল, প্রয়াস ফোক থিওেয়টার ইনস্টিটিউটের টিম লিডার মুনিরুল ইসলাম, রেডিও মহানন্দার সহযোগী প্রযোজক অনুষ্ঠান ও খবর নাঈম ইসলাম জয়, মৌটুসী চৌধুরী, সোনিয়া শীলসহ রেডিও মহানন্দার ফেলো ও সেচ্ছাসেবকবৃন্দ। কর্মশালার ১ম দিনে রেডিও অনুষ্ঠানের ধরন সর্ম্পকে আলোচনা করা হয়।