মঙ্গলবার ঃঃ ০১.০৮.২০১৭
রেডিও মহানন্দার কর্মীদের মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে এবং সহকারী স্টেশন ম্যানেজার মুহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায়, অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল, চাঁপাই গম্ভীরা দল ও লগড়্যা পাঁচ ফোড়ং অনুষ্ঠানের নানা মাহবুবুর রহমান ও নাতি ফাইজুর রহমান মানি, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার মুনিরুল ইসলাম, সহযোগী প্রযোজক নাঈম ইসলাম জয়, মৌটুসী চৌধুরী, রেডিওর ফেলো ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান, কথাবন্ধু ও অনুষ্ঠান প্রযোজকদের কাজের মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।