
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের পঞ্চম চালানটি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। আজ সকাল ৯টা ২৭ মিনিটে নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর বিদ্যুৎ প্রকল্পের ভেতরে ঢোকে। এর আগে গতকাল সকালে রাশিয়া থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় ইউরেনিয়ামের পঞ্চম চালানটি। আজ ভোরে ঢাকা থেকে সড়কপথে এ ইউরেনিয়াম রূপপুরে নেয়া হয়।