রাস্তা ড্রেনের কাজ দ্রুত শেষ করার আহবান এলাকাবাসীর

বুধবার :: ১৮.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার রাস্তা, ড্রেন নির্মাণ কাজ চলছে। এরই মাঝে বেশকিছু এলাকায় নতুন করে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কিছু এলাকাতে এখনও চলছে কাজ পুরোদমে। চাঁপাইনবাবগঞ্জের আলী নগর স্কুল মাঠ এবং বটতলা হাট আজাইপুর বিলের ধারে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। মেশিনে ইট ভাঙ্গা আর পোড়া পিচের তীব্র কালো ধোঁয়ায় চারিদিক যেন অন্ধকারাছন্ন হয়ে পড়ছে। কালো ধোঁয়ার কারণে আশপাশের আম বাগানের ক্ষতি হচ্ছে। তা ছাড়া বালু ও ও পোড়া পিচের ধোঁয়ার কারণে এলাকার ছোট শিশুসহ সাধারণ মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে কাজ করার ফলে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে পথচারীদের। বটতলাহাট, আজাইপুর আরামবাগ ও আলী নগর স্কুল সংলগ্ন রেল লাইনের পাশের রাস্তা তৈরির জন্য মজুদ করা হয়েছে নির্মাণ সামগ্রী। এলাকাবাসীর চাওয়া যেন অতি দ্রুত নির্মাণ কাজ শেষ করা হয়। তারা আরো বলছেন, আম গাছে এখন ছোট গুটি আছে। কালো বিষাক্ত ধোঁয়ার কারণে আম গাছ ও গুটির ক্ষতি হচ্ছে। আম বড় হলে আমের গায়ে দাগ বা পচে যাবারও সম্ভাবনা দেখা দিয়েছে।নাগরিকদের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ সমাপ্ত করে সে সব এলাকার ছড়িয়ে ছিটিয়ে থাকা বালু, ছাই ও অন্যান্য সামগ্রী সরিয়ে নিতে হবে বলে এলাকাবাসী পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …