সোমবার :: ২৬.০৩.২০১৮
রাশিয়ার সাইবেরিয়ায় একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে অনেক শিশুও রয়েছে। সাইবেরীয় শহর কেমেরোভোয় ওই ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছে বলে রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। এর আগে রুশ কর্মকর্তারা ৬৮ জন নিখোঁজ থাকার কথা জানিয়ে বলেছিলেন এদের মধ্যে ৪১টি শিশু রয়েছে। গতকাল ছুটির দিনে বিকেলে উইন্টার চেরি কমপ্লেক্স নামের ওই শপিং মলে লাগা আগুনে ভবনটির বেশ ক্ষতি হয়েছে এবং সেটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রুশ বার্তা সংস্থা ইতার-তাস জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় একশ মানুষকে শপিং মল থেকে বের করে আনে এবং আরও ২০ জনকে বিভিন্ন ফ্লোর থেকে উদ্ধার করেছে। কিন্তু কিভাবে ওই আগুন লেগেছে তা জানা যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে ।