রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণ, নিহত ২৭

রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। ঙ্গলবার (১৫ আগস্ট) বিবিসির খবরে বলা হয়, রাজধানী মাখাচকালারের একটি অটো মেকানিক দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, বিস্ফোরণে ৬৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে জরুরি বিভাগের ২৬০ জন কর্মী কাজ করছেন। বিস্ফোরণে গুরুতর আহতদের একটি বিমানে করে মস্কো পাঠানো হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আগুন ৬ হাজার ৪৬০ স্কয়ার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এখনও ঘটনাস্থলে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top