রবিবার:: ০৩/০৯/২০১৭
জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সকালে পাঠাগার মিলনায়তনে আয়েজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল রাজিন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, পাঠাগারের সভাপতি প্রকৌশলী মাহতাব উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক ইকবাল। এর আগে গত ৩১ আগস্ট সদর উপজেলার রানীহাটি, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন ছাত্রছাত্রীদের মধ্যে সুন্দর হাতরে লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে বিজয়ী ১৮জনকে পুরস্কার হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রদান করা হয়।
এদিকে গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩জন কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়েছে। আজ সকালে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট সোশ্যাল এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বায়ো-টেকনোলজি এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম।