রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিজয়, লিটন, মেহেদীরা

শনিবার::০১:০৭:২০১৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি”র হাই পারফরম্যান্স এইচপি স্কোয়াডের ক্রিকেটাররা আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। রাত ১০টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন বিজয়, লিটন, মেহেদীরা। অস্ট্রেলিয়া সফরে একটি তিনদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে এইচপি স্কোয়াড, যার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইনে। ৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এইচপি দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। অনেকটাই ‘শিক্ষা সফরে’ যাচ্ছেন এইচপির ক্রিকেটাররা। জয়-পরাজয় থেকেও ভিন্ন কন্ডিশনে অভিজ্ঞতা অর্জন ও শেখানোর উদ্দেশ্যে ক্রিকেটারদের অস্ট্রেলিয়া পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর এইচপি স্কোয়াড ইংল্যান্ড সফরেও যাবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …