রবিবার ঃঃ ০৮.০১.২০১৭
শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রাণীবাড়ি চাঁদপুর মাঠে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় জয় পেয়েছে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব। তারা ১-০ গোলে মুনসেফপুর ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে লিমন একমাত্র গোলটি করে।