রাজস্ব ফাঁকি; গুগল-ফেসবুক-ইউটিউবকে লিগ্যাল নোটিশ

রবিবার :: ০৮.০৪.২০১৮

রাজস্ব ফাঁকির অভিযোগে বাংলাদেশে চালু থাকা বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সংশ্লিষ্টদের লিগাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশি ছয় আইনজীবী। গতকাল এ সংক্রান্ত লিগাল নোটিশটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে পাঠানো হয়। নোটিশে তারা জানিয়েছেন এ বিষয়ে সরকার পদক্ষেপ না নিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। নোটিশ পাঠানোর পর ব্যারিস্টার হুমায়ন কবিরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গুগল, ফেসবুকসহ আরো বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বিজ্ঞাপন প্রদর্শন করে দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে। কিন্তু সরকারকে এক টাকাও রাজস্ব দিচ্ছে না।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …