রবিবার ঃঃ ১৮.১২.২০১৬
চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠত্ব হিসেবে শিবগঞ্জ থানার উপপরিদর্শক এসআই গোলাম রসুল রেঞ্জের ডিআইজি’র কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেছেন। আজ সকালে রাজশাহী পুলিশের ডিআইজি’র হল রুমে এ পুরস্কার দেয়া হয়। শিবগঞ্জ থানায় যোগদানের পর থেকেই নভেম্বর মাসে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসআই গোলাম রসুলের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম পিপিএম। এসময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ রেঞ্জের সাত জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।