রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। গত ৮ অক্টোবর প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও সদস্য সচিব মো. সানাউল্লাহ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়। জানা গেছে- প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতিসরূপ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ গৌরবআমার একার নয়, আমার প্রিয় উপজেলাবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতা আজ আমি সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এর সবই উপজেলাবাসীর জন্য। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি উপজেলাবাসীর সেবা করে যাব ইনশাআল্লাহ। এদিকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছে। এর আগে তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top