রবিবার ঃঃ ০২.০৪.২০১৭
রাজশাহী বিভাগের ৮টি জেলার সাথে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ। আজ বিকেলে চাঁপাইনবাগঞ্জ সহ রাজশাহী,নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স করেন, তিনি। কনফারেন্সে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভিক্ষুক পুর্নবাস কর্মসূচি নিয়ে সবার সাথে আলোচনা করা হয়। এই কনফারেন্সের সময় চাঁপাইনবাগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আবু জাফর, অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক তোফিকুল ইসলাম, সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংসী, সদর ও শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সমাজ সেবা ও বিআরডিবির উপ-পরিচালক, জেলা তথ্য কর্মকর্তা, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যান্যরা।