বৃহস্পতিবার :: ৭.০৯.২০১৭
বগি লাইনচ্যুত হয়ে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টা ৪৫ মিনেটে রাজশাহী রেলস্টেশনের পশ্চিম পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদ আলী জানান, বগিটি উদ্ধারের পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।