সোমবার:: ১৭::০৪::২০১৭
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। শফিউল আলম বলেন, রাজশাহী টাউন ডেভেলপমেন্ট অথরিটিকে পরিবর্তন করে নতুন আইনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। একইসঙ্গে নতুন আইনে জলাধার আইনটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশনের এলাকাটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এলাকা হিসেবে গণ্য করা হবে। ওই এলাকায় সরকারের মহাপরিকল্পনা ও ভূমি আইন ভঙ্গ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।