শনিবার :: ৩০.০৯.১৭
রাজশাহীর তানোর উপজেলায় আজ ভোররাতে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বড়ইলগ্রামের শরীফ উদ্দীনের স্ত্রী লাইলী বেগম। তার নাম লাইলী বেগম, বয়স ৪৫ বছর। এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বক্স পুলিশ জানায়, আজ ভোররাতে লাইলী বেগম ঘুমিয়ে ছিলেন। এসময় বিষধর একটি সাপ তাকে কামড়ায়। পরে পরিবারের সদস্যরা রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।