বৃহস্পতিবার ঃঃ ২০.০৪.২০১৭
রাজশাহীর চারঘাট উপজেলায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভ্যানচালক এবং আরো দুই এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার কাকড়ামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পলাতক রয়েছেন। নিহত রোখসানা খাতুন চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের তাজমুল হকের মেয়ে এবং চারঘাট মহিলা কলেজের ছাত্রী। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, চারঘাটের সারদা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ওই তিন পরীক্ষার্থী ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল। পথে কাকড়ামারি এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …