রাজশাহীতে পৃথক ঘটনায় ট্রাকের ধাক্কায় মামা-ভাগ্নেসহ তিনজন নিহত হয়েছেন

রবিবার::০৭::০৫::২০১৭

 

রাজশাহীতে পৃথক ঘটনায় ট্রাকের ধাক্কায় মামা-ভাগ্নেসহ তিনজন নিহত হয়েছেন। আজ দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, নর্দান মোড় এলাকা থেকে অটোরিকশা নিয়ে ভদ্রার দিকে যাওয়ার পথে বালিবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসিবের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়া হলে তার ভাগ্নে বিশালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসিব মহানগরীর নর্দানের সাধুর মোড় এলাকার টুটুলের ছেলে। অন্যদিকে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারাপুর বাজারের পাশে মহাসড়কে রাজশাহীগামী মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ও অপরজন আহত হন। নিহত মোটরসাইকেল চালক উপজেলার ভডুয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে হেল্লাল আলী। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …