শুক্রবার ঃঃ ১৮.০৮.২০১৭।
রাজশাহী মহানগরীতে অ্যাম্বুলেন্সের চাপায় মনিসা সরকার নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে নগরীর শাহ মখদুম থানার পাবনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনিসা ওই এলাকার জিতেন সরকারের মেয়ে। সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় সে। শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, দুপুর ১২টার দিকে মনিসা সড়ক পারাপার হচ্ছিল। এসময় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।