রবিবার ঃঃ ০৬.০৮.২০১৭
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো যেমন পুনরুদ্ধার করতে হবে তেমনি বুড়িগঙ্গার দূষণ রোধেও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পরিবেশ কমিটির সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে ব্যাপক বনায়নের কর্মসূচি হাতে নেয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কারো মুখাপেক্ষী হয়ে থাকা নয়- বরং নিজেদেরই আরো সতর্ক হতে হবে।