রহনপুর রেলবন্দর পরিদর্শনে রেলের জিএম।

শনিবার ঃঃ ০৮.০৭.২০১৭
গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের জিএম খায়রুল আলম। গতকাল রেলযোগে রাজশাহী থেকে রহনপুর রেলস্টেশনে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে বাইরুল ইসলাম ও আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, রহনপুর উন্নয়ন ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফসহ অন্যান্যরা। পরে তিনি রহনপুর-সিংগাবাদ আর্ন্তজাতিক রেলপথ পরিদর্শন করেন। রহনপুর রেলস্টেশন ওয়েটিং রুমে অনুষ্ঠিত স্থানীয় জনপ্রতিনিধি ও রহনপুর উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দের সংগে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় রাজশাহী থেকে রাতের বেলা ট্রেন রহনপুর থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনসহ রহনপুর রেলস্টেশনকে পূর্নাঙ্গ রেলবন্দরে রুপান্তর ও রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন সাধনের দাবি জানানো হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …