০২.০২.২০২০,রবিবার।
গোমস্তাপুরে রহনপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত ২জন অধ্যক্ষ, একজন সহযোগী অধ্যাপককে বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, সাবেক অধ্যক্ষ সাঈদ আলী, সাবেক সহকারী অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যরা। পরে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদ আলী ও ওবাইদুর হক (মরোনত্তর) এবং সাবেক সহকারী অধ্যাপক শফিকুল ইসলামকে সম্মাননা দেয়া হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।