রহনপুর প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টে ৫-০ গোলে চ্যাম্পিয়ন রহনপুর ক্রীড়া সংস্থা

রবিবার :: ১৮.০৩.২০১৮

রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টে রাধানগর রাইডার্সকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর ক্রীড়া সংস্থা। রহনপুর তরুন সংঘের আয়োজনে সাংস্কৃতিক কর্মসূচির আওতায় এই টুর্নামেন্টের বাস্তবায়ন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আজকের বিকেলে অনুষ্ঠিত ফাইনালে রহনপুর পৌর মেয়র তারিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, সাবেক রহনপুর পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, প্রয়াস মানবিক সোসাইটির পরিচালক মুখলেসুর রহমান ও কনিষ্ট সহকারী পরিচালক মু.তাকিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু। খেলা শুরুর আগে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, আমি মনে প্রানে বিশ্বাস করি, যুব সম্প্রদায় যদি খেলাধূলায় নিজেদের ব্যস্ত রাখে তাহলে তাদের মত্বিস্ক, চিন্তা-চেতনা কখনও খারাপ কাজের দিকে যাবে না। অপকর্ম থেকে বিরত রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদেরকে খেলাধূলায় সম্পৃক্ত রাখলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এসময় প্রয়াস মানবিক সোসাইটির পরিচালক মুখলেসুর রহমান বলেন, প্রয়াস চাঁপাইনবাবগঞ্জের একটি সংস্থা। এই জেলার উন্নয়নে প্রয়াস সর্বদায় কাজ করে যাচ্ছে এবং আগামীতে করবে। এই ধরনের টুর্নামেন্ট আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে এবং জেলার ক্রীড়া ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ীবদান রাখবে।খেলার শুরু থেকেই আক্রমনে আসে রহনপুর ক্রীড়া সংস্থা। ৯ মিনিটে সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয়। তবে পরের মিনিটে ভুল শুধরে দলের পক্ষে প্রথম গোল করেন ইনজামাম। দলের গোলের সংখ্যা দিগুন করেন মানিক। ১৯ মিনিটে দারুন এক শটে এই গোলটি আসে। ২৩ মিনিটে রাধানগর রাইডাস ফাঁকা পেয়ে ভাগ্যের সহায় না থাকায় সহজ সুযোগ নষ্ট করে। এরপর আক্রমন-পাল্টা আক্রমনে প্রথমার্ধের খেলা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতীতে যায় রহনপুর ক্রীড়া সংস্থা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য আরও মরিয়া হয়ে উঠে রহনপুর। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে কর্নার থেকে আসা বল দুদার্ন্ত এক হেডে স্কোরবোর্ডে গোলের সংখ্যা বাড়ায় রহনপুরের মানিক। ১২ মিনিটে ইনজামামের এগিয়ে দেয়া বলকে গোলে পরিনত করে নিজের হ্যাট্রিক পূরণ করে মানিক। এরপর অনেকগুলো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারে নি রাধানগর। ২৬ মিনিটে ইনজামাম দলের পক্ষে পঞ্চম ও নিজের ২য় গোল দিলে শেষপর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রহনপুর ক্রীড়া সংস্থা। খেলার ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় এই ম্যাচের হ্যাট্রিকম্যান মানিক এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের ইনজামাম। খেলা শেষে প্রধান অতিথি গোলাম মোস্তফা বিশ্বাস জয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলাটি রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম সরাসরি সম্প্রচার করে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল রেডিও মহানন্দা ও দৈনিক গৌড় বাংলা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …