সোমবার::১৩.০২.২০১৭
রহনপুর পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রাস্তাগুলোর সংস্কার কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, পৌর কাউন্সিলর তাজামুল হক তাজেল ও রবিউল ইসলাম বাচ্চু , মহিলা কাউন্সিলর শেফালি বেগম ও রাবেয়া বেগমসহ অন্যান্যরা। উল্লেখ্য এলজিইডি’র আই ইউআইডিপি প্রকল্পের আওতায় রহনপুর কলেজ মোড় রেলওয়ে ব্রীজ থেকে স্টেশন হঠাৎ পাড়া মজজিদ পর্যন্ত ৪’শ মিটার দৈঘ্য সিসি রাস্তা নির্মাণে ১৩ লক্ষ ২ হাজার ৯’শ ৯০ টাকা এবং হুজরাপুর মহল্লায় ৫’শ ৩০ মিটার দৈঘ্য সিসি রাস্তা নির্মাণে ১৮ লক্ষ ১৭ হাজার ৪’শ ৬৫ টাকা ব্যয় হবে।