রহনপুর পৌরসভায় বিভিন্ন রাস্তার সংস্কার কাজের উদ্ধোধন।

সোমবার::১৩.০২.২০১৭

 

রহনপুর পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রাস্তাগুলোর সংস্কার কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, পৌর কাউন্সিলর তাজামুল হক তাজেল ও রবিউল ইসলাম বাচ্চু , মহিলা কাউন্সিলর শেফালি বেগম ও রাবেয়া বেগমসহ অন্যান্যরা। উল্লেখ্য এলজিইডি’র আই ইউআইডিপি প্রকল্পের আওতায় রহনপুর কলেজ মোড় রেলওয়ে ব্রীজ থেকে স্টেশন হঠাৎ পাড়া মজজিদ পর্যন্ত ৪’শ মিটার দৈঘ্য সিসি রাস্তা নির্মাণে ১৩ লক্ষ ২ হাজার ৯’শ ৯০ টাকা এবং হুজরাপুর মহল্লায় ৫’শ ৩০ মিটার দৈঘ্য সিসি রাস্তা নির্মাণে ১৮ লক্ষ ১৭ হাজার ৪’শ ৬৫ টাকা ব্যয় হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …