শুক্রবার :: ০৭:০৪:২০১৭
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নাগরিকদের নিয়ে এক বছরের সফলতা-ব্যর্থতা, সেবা ও উন্নয়ন বিষয়ক উন্মুক্ত নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মহিলা কলেজ সংলগ্ন মুশাইনগর মাঠে অনুষ্ঠিত নাগরিক সভায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র তারিক আহমদ। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আশরাফুল ইসলাম কাজল, আলহাজ্জ্ব তাজামুল হক, জুয়েল ইসলাম, আনম ফকরুল ইসলাম মানিক, মোজাহার আলীসহ অন্যান্যরা। সভায় ৯টি ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র তারিক আহমদ। এছাড়া তিনি গত ১ বছরের পৌরসভার সফলতার চিত্র তুলে ধরেন।