বুধবার ঃঃ ২২.০৩.২০১৭
গোমস্তাপুর উপজেলার রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার,পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ডাইওসিসের বিশপ ড: জেভার্স রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রহনপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান আনসারী মামলত,স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আমীন লাল্টু, প্রতিষ্ঠাতা সচিব ও অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, কাউন্সিলর আশরাফুল ইসলাম কাজল, সাংবাদিক আতিকুল ইসলাম আজম,ম্যানিজিং কমিটির সদস্য গোলাম আযম, সাবেক ছাত্রনেতা মোমিন বিশ্বাসসহ অন্যান্যরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।