রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইদ আলীর ইন্তেকাল

গোমস্তাপুরের শিক্ষাবিদ রহনপুর প্রসাদপুর মহল্লা নিবাসী ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইদ আলী আর নেই। আজ সকাল ১০ টায় বার্ধক্যজণিত কারণে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল শতবছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫ টায় তাঁর নামাজে জানাযা নিজ বাসভবন সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত হয়। জানাযাপূর্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, অপর সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, সবেক উপাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ প্রভাষক ড. আতিউর রহমান, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, মরহুমের ছেলে সাবেক টিএইচও ডা. শহিদুল ইসলামসহ অন্যরা। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top