রহনপুর ইউসুফ আলী কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮

জেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ রহনপুর ইউসুফ আলী কলেজের সুবর্ণ জয়ন্তী আজ অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান মালায় ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারন ও সাংস্কৃতি অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। এছাড়া সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, সাবেক অধ্যক্ষ সাঈদ আলী, আনসারুজ্জামান, আজিজুর রহমান, শেখ আনোয়ার হোসাইন, প্রাক্তন ছাত্র মাউসির সাবেক উপ-পরিচালক আব্দুর সাত্তার বিশ্বাস, যুগ্ম সচিব আব্দুল হাকিম, শিক্ষক প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ। দুপুরে স্মৃতিচারন ও বিকেলে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …