বৃহস্পতিবার :: ০৮.০৩.১৮
গোমস্তাপুর উপজেলার রহনপুরে ১’শ গ্রাম গাঁজাসহ ১জনকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় রহনপুর মুক্তাশা হলরোডের ডোমপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রহনপুর মুক্তাশা হলপাড়ার নারু সরকারের ছেলে অজিত সরকার। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমান জানান, আজ সন্ধ্যায় ঐ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করে। এব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।