রবিবার::২৬.০২.২০১৭
গোমস্তাপুরে ২৫ পুরিয়া হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার রহনপুর রেল স্টেশন সংলগ্ন বস্তি থেকে তাকে আটক করা হয়। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিশির কুমার চক্রবর্তী জানান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আফাজুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় টহল দেয়ার সময়, উপজেলার চৌডালা ইউনিয়নের হাউসনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে মিজানুর রহমানকে, ২৫ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় ১টি মামলা হয়েছে।