শনিবার :: ২৮.১২.২০১৯।
রহনপুর পৌর এলাকার ডাক বাংলা পাড়া নিবাসী সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম আব্দুল হামিদ আজ ভোরে নিজ বাস ভবনে হৃদরোগে আক্রাত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। আজ দুপুর ২ টায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বিকেলে শ্যামপুর ফুটবল মাঠে তার ২য় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।