রবিবার ঃঃ ১১.১২.২০১৬
গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে মুক্তিযোদ্ধাদের একটি র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । রহনপুর কলোনী মোড় থেকে বের হওয়া র্যালিটি শহর প্রদক্ষিন করে রহনপুর বাজার বেগম কাচারী প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর, ডেপুটি কমান্ডার ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা আকতার আলী খান ও এ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যান্যরা। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ।