৭ আগস্ট ২০১৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাছের হাঁড়িতে রাখা ৫১ বোতল ফেন্সিডিলসহ মুকলেস নামে একজনকে গ্রেফতার করা হয়ছে। গ্রেফতার মুকলেস শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের মনিরুলের ছেলে। রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২ টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের লালকোপরা এলাকায় অভিযান চালায় পুলিশ ও ডিএসবির সদস্যরা। এ সময় মাছের হাঁড়ি তল্লাশী করে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মুকলেসকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।