বৃহস্পতিবার :: ১৪.০৩.২০১৮
গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাল্য বিয়ের শিকার এক স্কুল ছাত্রীকে বিয়ের আসর থেকে ¯ু‹লে পৌঁছে দিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। আজ দুপুরে রহনপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রহনপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়ার ইব্রাহিম আলীর মেয়ে ও রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সায়েমা আক্তার এর বিয়ের প্রস্তুতি চলছিল। বর আসার আগেই বিষয়টি তার সহপাঠি ও শিক্ষকরা জানতে পেরে আজ সকালে ওই বিদ্যালয়ের স্বর্ণ কিশোরী ক্লাবের সদস্যরা ইউএনও শিহাব রায়হানকে অবহিত করে। পরে ওই সংগঠনের সভাপতি ফাহিমা ইসলাম অর্পিতার নেতৃত্বে কিশোরী ক্লাবের সদস্যরা দুপুরে ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে অবস্থান নেয়। এ সময় ইউএনও শিহাব রায়হান ছাত্রীর বাড়িতে গিয়ে ছাত্রী ও অভিভাবকের সাথে কথা বলেন। এক পর্যায়ে অভিভাবকরা ১৮ বছরের নিচে মেয়েকে বিয়ে দিবেনা এ মর্মে মুচলেকা প্রদান করে। পরে ইউএনও ওই ছাত্রীকে বিয়ের আসর থেকে স্কুলে পৌঁছে দেন। এছাড়া স্কুল ছাত্রীটি মেধাবী হওয়ায় এখন থেকে তার লেখাপড়ার খরচ চালানোর আশ্বাস প্রদান করেন।