রহনপুরে ফুটবল সুপার লীগে ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন।

শনিবার ২৫.০২.২০১৭

 

গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর স্টেশনপাড়া স্পোর্টস ক্লাব আয়োজিত সুপার লীগে চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর ক্রীড়া সংস্থা। শনিবার বিকেলে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-০ গোলে হুজরাপুর ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইনজাম ও স¤্রাট ১টি করে গোল করেন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল হুদা খান রুবেল। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ-আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও রহনপুর পৌর মেয়র তারিক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত রহমান আকাশ। উল্লেখ্য গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট উপজেলার ১৬টি দল অংশ নেয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …