শনিবার ২৫.০২.২০১৭
গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর স্টেশনপাড়া স্পোর্টস ক্লাব আয়োজিত সুপার লীগে চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর ক্রীড়া সংস্থা। শনিবার বিকেলে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-০ গোলে হুজরাপুর ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইনজাম ও স¤্রাট ১টি করে গোল করেন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল হুদা খান রুবেল। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ-আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও রহনপুর পৌর মেয়র তারিক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত রহমান আকাশ। উল্লেখ্য গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট উপজেলার ১৬টি দল অংশ নেয়।