রবিবার ০৫.০৩.২০১৭
গোমস্তাপুর উপজেলার রহনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুরস্থ কলোনী মোড়ে ফায়ার সার্ভিস কর্মীরা বহুতল ভবনে আগুন, দুর্ঘটনায় গাড়ীর নিচে উদ্ধার অভিযান, তেলের আগুন, অগ্নি নির্বাপক যন্ত্র ,নজেল ডিসপ্লে এ ৫টি মহড়া জনগণের মাঝে প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ভারপাপ্ত আব্দুল হামিদ মিয়া, গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইব্রাহিম আলী, সিনিয়ির ফায়ারম্যান রেজাউল করিম। মহড়া প্রদর্শণকালে চাঁপাইনবাবগঞ্জের ২টি ও রহনপুর ফায়ার সার্ভিসের ২টি টিম অংশ নেয়।