শনিবার ঃঃ ১৮.০২.২০১৭
গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রহনপুর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ সকালে রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৯৫ রানে রহনপুর মুক্ত মহাদলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রহনপুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে ২৬১ রান করে। জবাবে রহনপুর মুক্ত মহাদল ৯ উইকেটে ১৬৬ রান তুলে। সেঞ্চুরিসহ ১২৯ রান করে খেলায় ম্যান অব ম্যাচ হয়েছে বিজয়ী দলের সাব্বির।