শনিবার::১১.০২.২০১৭
গোমস্তাপুর উপজেলা বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা কে এম আলমগীর কবীর। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম। উদ্বোধনী খেলায় কানসাট ক্লাব ৬ উইকেটে চাঁপাইনবাবগঞ্জ সবুজ সংঘকে পরাজিত করে। উল্লেখ্য, টুর্ণামেন্টে জেলার ৬টি ক্লাব অংশ নিচ্ছে।