মঙ্গলবার :: ১৩.০২.২০১৮
গোমস্তাপুর উপজেলার রহনপুরে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে রহনপুর ইউসুফ আলী কলেজের বাংলা বিভাগ। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক রেজাউল করিম রেজা। বক্তব্য রাখেন, কলেজ সাবেক উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক আশরাফুল ইসলাম, সাদিকুল ইসলাম ও আব্দুর রাকিব, ছাত্র আনসারুল ইসরাম, আজিমুদ্দিন, জেম ইসলাম ও ছাত্রী ইয়াসমিন খাতুন প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।