শনিবার ঃঃ ২৯.০৪.২০১৭
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রমজান উপলক্ষে ভোগ্যপণ্য আমদানি চাহিদার তুলনায় বেশি আছে উল্লেখ করে তিনি বলেন, এ সময় দাম বাড়াতে মিল মালিক কিংবা ব্যবসায়ীরা কারসাজি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। আজ সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের পর এ কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দৃঢ় বিশ্বাস বাজারে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় থাকবে। যারা পণ্যের দাম বাড়াতে কারসাজী করবে তারা কেউ রেহাই পাবে না বলে জানান বাণিজ্যমন্ত্রী ।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …