৩১.০১.২০২০, শুক্রবার।
আসন্ন রমজানে কোনও সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ দুপুরে রংপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পিঁয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনাভাইরাস চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও প্রভাব ফেলেনি, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে।