রকি-রানির রাজত্ব, প্রথম দিনে আয় ১১.৫০ কোটি

প্রায় সাত বছরের বিরতির পর বক্স অফিসে কামব্যাক করলেন পরিচালক করণ জোহর। চলতি বছর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন পরিচালক। কেরিয়ারে হাতে গোনা ছবি পরিচালনা করেছেন করণ, যার বক্স অফিস সাফল্য প্রশ্নাতীত। ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ পরিচালকের সাত নম্বর সিরিজ রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুক্তির প্রথমদিন বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করল এই ছবি। গতকাল শুক্রবার দেশের বক্স অফিসে প্রায় ১১.৫০ কোটি টাকার ব্য়বসা হাঁকিয়েছে রকি ও রানি। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’। এরপর আর ফিচার ফিল্ম পরিচালনা করেননি করণ, প্রযোজনা-সঞ্চালনা নিয়েই ব্যস্ত থেকেছেন ধর্মা কর্ণধার। এর আগে ‘স্টুটেন্ড অফ দ্য ইয়ার’-এ আলিয়াকে ডিরেক্ট করেছেন করণ, প্রথমবার রণবীর সিং-এর সঙ্গে কাজ করলেন পরিচালক। রণবীর-আলিয়া ছাড়াও এই ছবির অংশ থেকেছেন শাবনা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা।

পাঞ্জাবি মুন্ডা রকি ও বাঙালি কন্যে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই ছবিতে। শিক্ষিত, সংস্কৃতিবান বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি, অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন মেরুর মানুষ পরস্পরের প্রেমে কীভাবে পড়বে এবং শেষমেশ তাঁদের প্রেম পূর্ণতা পাবে কিনা, তাই নিয়েই এগিয়েছে এই ছবি। করণের ছবি বলে কথা! চমক তো থাকবেই। এই ছবিতেও ক্য়ামিও চরিত্রে, মশালাদার গানে নজর কেড়েছেন জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন্যা পাণ্ডেরা।

হিন্দুস্তান টাইমস বাংলার রিভিউতে বলা হয়েছে, ‘ছবিতে নিজ নিজ চরিত্রে আলিয়া ভাট, রণবীর সিং-এর পারফরম্যান্স অনবদ্য, তাঁর অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বাকি নিজ নিজ চরিত্রে প্রশংসার দাবি রাখেন জয়া বচ্চন, চূর্নী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, শাবানা আজমি, আমির বশিরসহ অন্যান্য অভিনেতারা। বিশেষ করে নৃত্যশিল্পীর চরিত্রে টোটা রায় চৌধুরীর আলাদা করে প্রশংসা করতেই হচ্ছে। তাঁকে এভাবে দেখা যাবে দর্শক হয়ত সিনেমা দেখার আগে আশাও করবেন না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top