‘যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।

রবিবার ঃঃ ২৮.০৫.২০১৭

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার দেশের যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে অক্সফ্যাম বাংলাদেশ আয়োজিত ‘কাজের জন্য তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘সরকার যুব সম্প্রদায়ের দক্ষতা উন্নয়নে কাজ করছে। যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে। তখন দেশের চেহারাই পরিবর্তন হয়ে যাবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …