সোমবার::০৫::০৬::২০১৭
যুব সমাজের আত্ম উপলব্ধি, নেতৃত্ব বিকাশ ও করণীয় নির্ধারণ বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সদর উপজেলার ৬নং রানিহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর কৃষ্ণগোবিন্দপুর কামার পাড়ায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান নাসিম আলী। আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-২ সায়েম আলী, ওয়ার্ড সদস্য এমদাদুল হক, ইউনিট-১০ এর ম্যানেজার ইমরান আলী, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী রবিউল ইসলামসহ অন্যান্যরা। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করেছে প্রয়াস মানবিক উণœয়ন সোসাইটি। কর্মশালায় ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী রবিউল ইসলাম জানান, পর্যায়ক্রমে এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ৯টি ব্যাচে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।