বৃহস্পতিবার ১৭.০৮.২০১৭
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ কানাডা ও নামিবিয়া। আজ ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ১৩ জানুয়ারি শুরু হবে ১৬ দলের টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা অভিযান। গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশের যুবারা।