রবিবার :: ২৪.০৯.২০১৭
যুক্তরাষ্ট্রের মাটিতে রকেট হামলা অনিবার্য হয়ে পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘রকেটম্যান’ বলা এবং উত্তর কোরিয়ার সমুদ্রসীমার ওপর দিয়ে মার্কিন যুদ্ধবিমান টহল দেওয়ার পরই এ ধরনের হুমকি দিল পিয়ংইয়ং। গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রি ইয়ং হো জানান, প্রেসিডেন্ট কিম বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায়, পিয়ংইয়ং তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।