যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে আসছে আগামীকাল

শনিবার :: ১০.০৩.২০১৮

যুক্তরাষ্ট্রে রাত ২টার সময় ৩টা বাজানোর মধ্য দিয়ে ডে লাইট সেভিং টাইম শুরু হবে। যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা আগামীকাল থেকে ১ ঘণ্টা এগিয়ে দেয়া হচ্ছে। দিনের আলোকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকার ঘড়ির কাঁটা রাত ২টার সময় ১ ঘণ্টা এগিয়ে ৩টা বাজানো হবে। প্রায় একশ বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আর একে অভিহিত করা হয় ‘ডে লাইট সেভিং টাইম’ হিসেবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে ৪ নভেম্বর ভোররাত ২টা পর্যন্ত। গ্রীষ্মকালে দিন বড় হয়। এজন্যে ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিলে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে বলে সকলের ধারণা। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ২টা হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …