রবিবার :: ০৮.০৪.২০১৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকা-ে ৬৭ বছর বয়সী টড ব্রাসনার নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে ৬জন দমকলকর্মী দগ্ধ হয়েছেন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছেন, টড ব্রাসনার ট্রাম্প টাওয়ারের ৫০তম তলার বাসিন্দা ছিলেন। অগ্নিকা-ের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বহুতল ভবনটির ৫০তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকা-ের খরব শোনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।