যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডে একজন নিহত

রবিবার :: ০৮.০৪.২০১৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকা-ে ৬৭ বছর বয়সী টড ব্রাসনার নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে ৬জন দমকলকর্মী দগ্ধ হয়েছেন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছেন, টড ব্রাসনার ট্রাম্প টাওয়ারের ৫০তম তলার বাসিন্দা ছিলেন। অগ্নিকা-ের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বহুতল ভবনটির ৫০তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকা-ের খরব শোনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …