বুধবার ০১.০৩.২০১৭
আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে ধর্মঘট ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে যান চলাচল স্বাভাবিক রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে। মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আদালত। এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদ-ের রায় দেন আদালত। এরপরই গতকাল থেকে সারা দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়।